সুজন কৈরী : [২] করোনা ভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবীকা বন্ধ হয়ে যাওয়ায় তাদরে সাহাযার্থে এগয়িে এসছেে বাংলাদশে কোস্ট গার্ড।
[৩] বাহিনীর মহাপরচিালক রিয়ার এডমরিাল এম আশরাফুল হক রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর র্কাযালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচবি ড. আহমদ কায়কাউসের কাছে করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থের চেক হস্তান্তর করনে।
[৪] অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসনিা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। এ সময় মহাপরচিালক করোনাভাইরাসের বিস্তার রোধে কোস্ট গার্ডের গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে অবহিত করনে। সেই সঙ্গে ভবিষ্যতেও সরকারের নির্দেশনা অনুযায়ী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত রয়েছে বলে জানান।
(৫) প্রধানমন্ত্রী করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ র্অথ দানরে জন্য কোস্ট র্গাডরে সকল সদস্যদের ধন্যবাদ জানান।
[৬] কোস্ট গার্ড জানিয়েছে, দুস্থ ও র্কমহীন প্রায় ২ হাজার ৫০০ পরিবারকে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাহিনী এবং উপকূলীয় অঞ্চলের মানুষরে মাঝে এই সাহায্য চলবে।