উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঠাণ্ডা, গালাব্যাথা, জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আক্রান্ত গৃহবধূ উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের স্ত্রী।
[৩] ৩ দিন আগে এই গৃহবধূ ঠাণ্ডা, জ্বরে আক্রান্ত ছিলো পরে রোববার রাতে গলাব্যাথা ও শ্বাসকষ্ট হলে অবস্থার অবনতি হয়।
[৪] গত (৫ এপ্রিল) রাত ৯টার দিকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এরপর তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, রোববার রাতে করোনার উপসর্গ ঠাণ্ডা, গলাব্যাথা,জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে এক রোগী ভর্তি হয়েছে। আজ সকালে রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠিয়েছি, পরীক্ষা হলে জানা যাবে এটি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার