শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ভীত হবেন না, আমাদের বিজয় হবেই, দেশবাসীকে প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু: [২] করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লড়াইয়ে দেশবাসীকে সাহস ধরে রাখার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

[৩] তিনি বলেন, যেকোনো দুযোর্গ এলে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয়। এখানে ভীত হওয়ার কিছু নেই, মনে জোর থাকতে হবে। এরকম অনেক দুর্যোগ আমরা মোকাবিলা করেছি। এটাও মোকাবিলা করে যাচ্ছি, আগামীতেও করব। এই লড়াইয়েও আমরা বিজয় অর্জন করব।

[৪] করোনাভাইরাস মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের ঘাটতি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অনেকে নানা ধরনের কথা বলেন। এটা নেই, ওটা নেই। আসলে কোনো কিছুর কোনো অভাব নেই। সব ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। যারা কথা বলেন, তারা নিজেরা কিছুই জানেন না এবং তাদের গলার স্বর আমরা অনেক পরে দেখেছি। অনেক আগে থেকেই আমরা ব্যবস্থা নিয়েছি। অনেক উন্নত দেশ যা করতে পারেনি, আল্লাহর রহমতে এ পর্যন্ত আমরা কিন্তু তা করতে পেরেছি। আমরা (করোনাভাইরাসের সংক্রমণ) নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। কিন্তু এটা হয়তো আরও কিছুদিন আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আর ব্যবস্থা না নিলে কিন্তু আমরা এ পর্যায়ে থাকতে পারতাম না।

[৫] দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ ডিজিটাল করেছি বলেই এভাবে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। হয়তো ভবিষ্যতে আরও কথা বলব। কিন্তু ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে অনেকেই ফেসবুকে বা অনলাইনে নানা ধরনের গুজব ছড়াতে থাকে। শুধু দেশে না, দেশের বাইরে থেকেও কেউ কেউ বলেন। যারা এ ধরনের মিথ্যা অপপ্রচার করবে, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিতে হবে।

[৬] মঙ্গলবার গণভবন থেকে সারাদেশে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়