লাইজুল ইসলাম: [২] দুপুরে রাজধানীর বাংলামোটর, মগবাজার, কারওয়ান বাজার, সাত রাস্তা ও হাতিরঝিলে ঘুরে দেখা গেছে অসহায় মানুষের ভীড়। প্রতিটি মোড়ে মোড়ে দল বেধে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দরিদ্র রাজধানীবাসীদের।
[৩] জয়নব (৫৫) নামের এক নারি বলেন, কাজ করতেন বাসায়। তা এখন বন্ধ। হাতে তেমন টাকাও নেই। সকাল থেকে দাঁড়িয়ে থাকলেও তা পাওয়া যায়নি।
[৪] শাহিদা বলেন, অনেকে পেয়েছেন। কিন্তু তারা আবার এসে দাঁড়িয়েছেন। চেনা পরিচিত না হলে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
[৫] রিকশা চালক হাদিউল্লাহ বলেন, এখন পর্যন্ত এক জনের কাছ থেকেও সাহায্য পাইনি। তবে দাঁড়িয়েছিলাম এক জায়গায় কিন্তু সেখান থেকে বেড় করে দিয়েছে।
[৬] অভিযোগ আছে, স্থানীয় কমিশনাররা ভোটার আইডি কার্ড না থাকলে সাহায্য দিচ্ছেন না। তারা ভোটার হলেই একমাত্র সাহায্য করছেন।
[৭] তবে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক কমিশনার বলেন, ঘটনাটি এমন নয়। কিন্তু এলাকার দুস্থ লোকদের সাহায্য পৌছে দিতে বাইরের লোকদের সড়িয়ে দেওয়া হচ্ছে।