শিরোনাম
◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচ‌নে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না?  ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লির মসজিদে তাবলিক জামাতে অংশ নেয়া ৭ জনের মৃত্যুর পর আরও ২৪ জন করোনা শনাক্ত

শাহনাজ বেগম : [২] দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মারকাজ নিজামউদ্দিন মসজিদ প্রশাসনের বিরুদ্ধে কয়েকশ’ মানুষের জীবন হুমকির মুখে ফেলে দেয়ার অভিযোগ করে একটি পুলিশি মামলার নির্দেশ দিয়েছেন। মসজিদের ওই অনুষ্ঠানে যোগ দেয়ার পর করোনা সংক্রমণে তেলেঙ্গানার ৬ জন এবং শ্রীনগরের একজন মারা গেছেন। এনডিটিভি, ইয়ন

[৩] দিল্লির এই সংক্রমণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন।

[৪] দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, মসজিদ থেকে আরো ৩৩৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ৭ শ’ মুসুল্লিকে কোয়ারেন্টিনে রাখার জন্য বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়াও লেফটেন্যান্ট গভর্নরকে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে।

[৫] দিল্লির দক্ষিণ পৌর কর্পোরেশনের একটি দলকে ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে পুরো অঞ্চলটি স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছে এবং কর্তৃপক্ষ এই অঞ্চলটিকে ঘিরে রেখেছে। মার্কাজ ভবনের আশেপাশের অঞ্চল পর্যবেক্ষণ করতে কর্তৃপক্ষ ড্রোনও মোতায়েন করেছে।

[৬] মার্চ মাসের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত দিল্লির ওই মসজিদের তাবলীগ জামাতে যোগ দেয় প্রায় ২ হাজার মুসুল্লি। স্থানীয় বাসিন্দারা ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং কিরঘিজস্তান থেকে আসা ২৮০ জন যোগ দিয়েছিলেন।

[৭] দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের মার্কাজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি ২২ মার্চ ‘জনতা কারফিউ’ ঘোষণা করার পরে এই অনুষ্ঠানটি বাতিল করা হয়।

[৮] ভারতে একদিনে ২২৭ জন আক্রান্ত হওয়ার নতুন রেকর্ড, এ নিয়ে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪১৭ জন এবং মারা গেছেন ৪৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়