শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লির মসজিদে তাবলিক জামাতে অংশ নেয়া ৭ জনের মৃত্যুর পর আরও ২৪ জন করোনা শনাক্ত

শাহনাজ বেগম : [২] দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মারকাজ নিজামউদ্দিন মসজিদ প্রশাসনের বিরুদ্ধে কয়েকশ’ মানুষের জীবন হুমকির মুখে ফেলে দেয়ার অভিযোগ করে একটি পুলিশি মামলার নির্দেশ দিয়েছেন। মসজিদের ওই অনুষ্ঠানে যোগ দেয়ার পর করোনা সংক্রমণে তেলেঙ্গানার ৬ জন এবং শ্রীনগরের একজন মারা গেছেন। এনডিটিভি, ইয়ন

[৩] দিল্লির এই সংক্রমণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন।

[৪] দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, মসজিদ থেকে আরো ৩৩৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ৭ শ’ মুসুল্লিকে কোয়ারেন্টিনে রাখার জন্য বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়াও লেফটেন্যান্ট গভর্নরকে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে।

[৫] দিল্লির দক্ষিণ পৌর কর্পোরেশনের একটি দলকে ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে পুরো অঞ্চলটি স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছে এবং কর্তৃপক্ষ এই অঞ্চলটিকে ঘিরে রেখেছে। মার্কাজ ভবনের আশেপাশের অঞ্চল পর্যবেক্ষণ করতে কর্তৃপক্ষ ড্রোনও মোতায়েন করেছে।

[৬] মার্চ মাসের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত দিল্লির ওই মসজিদের তাবলীগ জামাতে যোগ দেয় প্রায় ২ হাজার মুসুল্লি। স্থানীয় বাসিন্দারা ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং কিরঘিজস্তান থেকে আসা ২৮০ জন যোগ দিয়েছিলেন।

[৭] দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের মার্কাজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি ২২ মার্চ ‘জনতা কারফিউ’ ঘোষণা করার পরে এই অনুষ্ঠানটি বাতিল করা হয়।

[৮] ভারতে একদিনে ২২৭ জন আক্রান্ত হওয়ার নতুন রেকর্ড, এ নিয়ে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪১৭ জন এবং মারা গেছেন ৪৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়