শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন ইউএনও, দুর্ভোগে মানুষ

আরিফুল ইসলাম, সরাইল : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা দিয়ে বয়ে যাওয়া দক্ষিণ আরিফাইল গ্রামের কাচারিপাড়ার বাসিন্দাদের চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। এতে চরম দূর্ভোগে পড়েছেন ওই এলাকায় বসবাসরত শত শত মানুষ।

[৩]গত তিন দিন আগে এ রাস্তাটি বন্ধ করে দিয়ে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় বিশেষ করে মুসল্লীরা পড়েছেন বেকায়দায়। তাঁরা উপজেলা পরিষদ চত্বরের মসজিদে নামাজ আদায় করতে আসতে পারছেন না। এ বিষয়ে সমাধান পেতে সেই গ্রামের মানুষেরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

[৪] তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনপাড়ায় বাড়তি লোকের যাতায়াত এড়াতেই সেই চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া প্রশাসনপাড়ার উপর দিয়ে গ্রামের লোকজনের চলাচলের রাস্তা থাকতে পারে না। এতে অফিস পাড়ায় নিরাপত্তার ঝুঁকি থাকে। এ গ্রামের মানুষের চলাচলের জন্যে ভিন্ন রাস্তা রয়েছে।

[৫] মসজিদে মুসল্লীদের নামাজ আদায়ের ব্যাপারে ইউএনও জানান, সেই রাস্তা এখন বাঁশের বেড়ায় বন্ধ করা হয়েছে। কিছুদিনের মধ্যে সেখানে দেয়াল নির্মাণ করা হবে। তখন উপজেলা পরিষদ চত্বরের মসজিদে সেই গ্রামের মুসল্লীদের নামাজ আদায়ের সুবিধার্থে সেখানে একটি পকেট গেইট রাখা হবে।

[৬] অপরদিকে কাচারিপাড়ার বেশকয়েকজন প্রবীণ লোক জানান, দীর্ঘ দিনের জন চলাচলের রাস্তা তিন দিন আগে বন্ধ করে দিয়েছেন ইউএনও। এ রাস্তা দিয়ে আমাদের বাপ-দাদারা চলাচল করে এসেছেন। তাদের দাবি, এখানকার প্রশাসনপাড়ার উপর দিয়ে শুধু এ গ্রামের মানুষের চলাচলের রাস্তাই নয়, জনসাধারণের চলাচলের আরও একাধিক রাস্তা রয়েছে। উপজেলা চেয়ারম্যানের বাড়ির রাস্তাও রয়েছে প্রশাসনপাড়ার উপর দিয়ে। যদি নিরাপত্তার দোহাই দিয়ে এ রাস্তা বন্ধ করা হয়, তাহলে প্রশাসনপাড়ার উপর দিয়ে বয়ে যাওয়া সকল রাস্তা-ই বন্ধ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়