ডেস্ক রিপোর্ট : [২] নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক এমন সিদ্ধান্ত নিয়েছেন। গত রোববার রাতে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, যতদিন করোনাভাইরাস থাকে, ততদিন এ কাজ চালিয়ে যাবেন। জাগোনিউজ, ফেসবুক, প্রিয়ডটকম
[৩] নাহিদা বারিক বলেন, আল্লাহ আমাকে চলার মতো সামর্থ দিয়েছেন। দেশের এমন পরিস্থিতিতে দিনমজুরসহ হতদরিদ্ররা কাজ করতে না পেরে স্ত্রী-সন্তান নিয়ে বিপাকে পড়েছেন। প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ দরিদ্র মানুষের বাড়ি গিয়ে পৌঁছে দেয়ার সময় আমি এটা উপলোব্ধি করেছি। তাই নিজের বিবেকের তাড়নায় এই সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণের পাশাপাশি নিজের বেতনের পুরো টাকায় খাদ্য কিনে গরিবদের মাঝে বিতরণ করবো।
[৪] তিনি বলেন, কিছু কিছু মানুষকে দেখলাম দিনমজুর। তার পরিবারের সদস্য ৭/৮ জন। করোনাভাইরাসের কারণে কাজ নাই। একদিন কাজ না করলে অন্যদিন ঘরে খাবার জুটবে না। এসব ব্যক্তির পরিবার পরিজন নিয়ে তিন বেলা খাবার যোগাতে কষ্ট হচ্ছে। তাদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি ইউএনও হিসেবে আমাকে সরকার যে টাকা বেতন দেয় তার পুরো টাকা দিয়ে খাদ্য কিনে ওইসব পরিবারে পৌঁছে দেব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।
[৫] তিনি আরও বলেন, আমার মতো সবাই যদি এমন চিন্তা করেন তাহলে অনেক দরিদ্র পরিবার দুই বেলা খাবার পেতে পারে। আর সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করছি যতদিন করোনা ভাইরাস পরিস্থিতি থাকে ততদিন যেন নিম্ম আয়ের এবং সুবিধাবঞ্চিত ব্যক্তিদের পাশে দাঁড়ান। সম্পাদনা : মাজহারুল ইসলাম