শিরোনাম

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশিদের উদ্দেশে চীনা দূতাবাসের খোলা চিঠি

আবুল বাশার নূরু: [২] সোমবার ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ খোলা চিঠি দেন।

[৩] চিঠিতে তিনি বলেন, এই মুহূর্তে কোভিড-১৯ বৈশ্বিক মহামারি হিসেবে রূপ নিয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ৪৯ জন এতে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ এই মহামারি ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে যা প্রশংসার দাবি রাখে।

[৪] তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা রয়েছে। বাংলাদেশিরা চীনের দুর্যোগ মুহূর্তে পাশে থেকেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহানুভূতি এবং সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট শি জিং পিংকে চিঠি দিয়েছেন। বিপদেই বন্ধুর পরিচয়। বাংলাদেশের নাগরিকরা চীনের জন্য শুভকামনা জানিয়েছেন। বিভিন্ন ধর্মের মানুষ আমাদের জন্য প্রার্থনা করেছেন।

[৫] রাষ্ট্রদূত বলেন, করোনা মোকাবিলা, চিকিৎসা সহায়তা, উন্নয়ন প্রকল্প এবং দ্বিপাক্ষিক বাণিজ্যসহ সব জায়গায় বাংলাদেশের সঙ্গে থাকার প্রতিশ্রুতি জানাচ্ছে দূতাবাস। সূত্র: বার্তা টুয়েন্টিফোর ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়