রিপন মিয়া, কলমাকান্দা প্রতিনিধি : [২] নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে কলমাকান্দা উপজেলা সদরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ প্রচারণা করা হয়।
[৩] সোমবার সকাল থেকে কলমাকান্দা উপজেলা সদরের কাঁচা বাজার, ফার্মেসী, মুদি দোকানসহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
[৪] এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে জরুরী প্রয়োজনে বাজারে আগত লোকজনদের ০৩ ফুট দূরত্বে থেকে জিনিসপত্র ক্রয়-বিক্রয় করা ও বাধ্যতামূলকভাবে মুখে মাস্ক পরিধানের বিষয়ে উৎসাহিত করা হয়। জরুরী প্রয়োজন ব্যতীত বাজার/রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এলাকাবাসীকে ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়।
[৫] জনসচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন এ এস পি(কলমাকান্দা দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, কলমাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মাজহারুল করিম প্রমূখ। সম্পাদনা: জেরিন আহমেদ