শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিলো হোটেল ওয়েস্টিন

ডেস্ক রিপোর্ট : [২] গতকাল রোববার বিকেলে প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ড. আহমদ কায়কাউসের কাছে এই অনুদানের চেক তুলে দেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লি. এর প্রধান নির্বাহী (সিইও) মো. সাখাওয়াত হোসেন ও হোটেল ওয়েস্টিনের ক্লাস্টার জেনারেল ম্যানেজার ড্যানিয়েল মোহর।

[৩] এ সময় প্রধানমন্ত্রীর মূখ্যসচিবের কক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে ওয়েস্টিনের পক্ষ থেকে কথা বলেন মো. সাখাওয়াত হোসেন ও ড্যানিয়েল মোহর।

[৪] হোটেল ওয়েস্টিনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নূর আলী দেশের ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করেন। ভবিষ্যতেও দেশের জন্য কাজ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। মো. নূর আলীর এমন বার্তা ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লি. এর সিইও।

[৫] এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের এই দুঃসময়ে আমার আহ্বানে বেশ কয়েকজন ব্যবসায়ী সাড়া দেওয়ায় আমি অত্যন্ত খুশি হয়েছি।’ দেশের এই পরিস্থিতে যারা অবদান রাখছেন, তাদের বিষয়টা মনে রাখবেন বলেও ভিডিও কনফারেন্সে বলেন শেখ হাসিনা।

আজ হোটেল ওয়েস্টিন ছাড়াও বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক অনুদান দেন। যুগান্তর, মানবজমিন , দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়