শিরোনাম
◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে উপকারভোগীর তালিকা তৈরিতে দুর্নীতি, প্রতিবাদে ইউপি অফিস ঘেরাও-বিক্ষোভ

সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও : [২] ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথ পুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির উপকার ভোগীর তালিকা তৈরিতে অনিয়ম , দূর্নীতির প্রতিবাদে হতদরিদ্ররা বিক্ষোভ প্রতিবাদ ও ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে ।

[৩] রোববার সকাল ১১টায় ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক সুবিধা বঞ্চিত নারী-পুরুষ মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদ কাযার্লয় ঘেরা করে । পরে আন্দোলন কারী বিক্ষুদ্ধ হয়ে অফিসে তালা দিয়ে প্রায় ৩ ঘন্টা ইউপি চেয়ারম্যান-মেম্বারদের কে অবরুদ্ধ করে রাখে । এ খবর পেয়ে পুলিশ হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ।

[৪] বাসুদেব পুর গ্রামের রমেশ রায় অভিযোগ করে বলেন তিনি এই কর্মসুচি শুরু হওয়ার পর থেকে সুবিধাভোগ করছেন । তবে তাকে জানিয়ে ওয়ার্ড মেম্বার অন্য ব্যক্তির কাছে ১২শ টাকা নিয়ে নতুন তালিকা থেকে তার নাম বাদ দেয় । জগনাথ পুর গ্রামের মরিয়ম একই অভিযোগ তুলে বলেন , ২ হাজার নিয়েছিল জামাল মেম্বার ১০টাকা মুল্যের কার্ড দেয়ার সময় । এবার আরও ২ হাজার টাকা চায়-কিন্তু দিতে পারেনি । এজন্য আমার নাম বাদ দিয়েছে । একই এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সুরুজ মিয়ার অভিযোগ চেয়ারম্যান-মেম্বার যোগসাজসে এই দুনর্ীতি করা হয়েছে । এর সত্যতা স্বীকার করে বলেন ওয়ার্ড মেম্বার মো. বাবুল হোসেনআমি ছাড়া সবাই দুনর্ীতির সঙ্গে জড়িত । তিনি বলেন প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে টাকা নিয়ে পছন্দের ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ।

[৫] এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলাল বলেন এসব অভিযোগ সাজানো, ও উদ্দেশ প্রণোদিত। তিনি বলেন সম্প্রতি ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে যারা হেরেছেন তারাই তাকে হেনস্থা করতে মাঠে নেমেছেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়