আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধি : [২] জেলার কলাউজানে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হামলায় আহত ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত মো: শফিকুর রহমান (৩৭) কলাউজান ইউনিয়নের হাজীর পাড়ার মৃত ইছহাক মিয়ার পুত্র।
[৩] জানা যায়, গত ২৫ মার্চ (বুধবার) বিকালে জমি সংক্রান্ত বিরোধে জেরে তাদের দুইভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই রফিক(৫৫) ও তার দুই ছেলে জাহেদ(২৪) ও শাহেদ(২২) ছোট ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৯ মার্চ ( রবিবার) সকালে ৯ টার দিকে মৃত্যু বরণ করে। ঘটনার পর থেকেই হামলাকারীরা পালাতক রয়েছে বলে জানান স্থানীয়রা।
[৪] লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, বিষয়টি আমরা শুনেছি। এখনো পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। এ ব্যাপরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ