মো. আখতারুজ্জামান : [২] বিদায়ী সপ্তাহে চার কার্যদিবসে দেশের প্রধন পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ খাতের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
[৩] জানা যায়, বিদায়ি সপ্তাহে গড়ে ২৪ কোটি ৫১ লাখ টাকা লেনদেনের মাধ্যমে মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠেছে ব্যাংক খাত। আর ১২ কোটি ৮৩ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত।
[৪] বাজারটিতে লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিরামিক খাতে ১০ কোটি ৮২ লাখ টাকা, ট্যানারি খাতে ৪ কোটি ৩৯ লাখ টাকার, সিমেন্ট খাতে ৪ কোটি ১৬ লাখ টাকার, বিবিধ খাতে ৩ কোটি ৮৯ লাখ টাকার, খাদ্য ও বিবিধ খাতে ৩ কোটি ৮৫ লাখ টাকার, বীমা খাতে ৩ কোটি ৮৩ লাখ টাকার, টেলিকমিউনিকেশন খাতে ৩ কোটি ৮০ লাখ টাকা, বস্ত্র খাতের ৩ কোটি ৩৬ লাখ টাকার, লিজিং খাতে ২ কোটি ৯৪ লাখ টাকার, তথ্য প্রযুক্তি খাতে ২ কোটি ৩৪ লাখ টাকার ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।