শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের প্রাদুর্ভাবে না.গঞ্জে ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা প্রকাশ-বিলি বন্ধ

ডেক্স রিপোর্ট : [২] নারায়ণগঞ্জের অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় পত্রিকার প্রকাশনা বন্ধ ঘোষণা করেছে আঞ্চলিক পত্রিকার প্রকাশকরা। একইসঙ্গে জেলা জুড়ে জাতীয় পত্রিকা বিলিও বন্ধ থাকবে বলে জানান তারা।শনিবার স্থানীয় পত্রিকা প্রকাশকরা মিলে এ সিদ্ধান্ত নেন। বার্তা২৪.কম, ডেইলি অবজার্ভার

[৩] পত্রিকার পাঠকরা বলছেন, এমন পরিস্থিতিতে হকারের মাধ্যমে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে। যারা পত্রিকা নিতেন তারাও এ ভয় থেকে পত্রিকা নিচ্ছেন না। হকাররা বাড়ি বাড়ি পত্রিকা নিয়ে গেলেও তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া ঝুঁকি নিয়ে কাজ করতে চাচ্ছেন না পত্রিকার অনেক কর্মীরা।

[৪] নারায়ণগঞ্জের সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুন্না খাঁন বার্তা২৪.কমকে জানান, পত্রিকা বিক্রি আশঙ্কাজনক ভাবে কমে গেছে। লোকসান হলেও আমরা চালিয়ে রাখতে চাচ্ছিলাম। কিন্তু সকল পত্রিকা মালিকদের সঙ্গে একাগ্রতা প্রকাশ করে আমরাও বন্ধ রেখেছি। তবে আমাদের অনলাইন সংস্করণ চালু থাকবে।

[৫] পত্রিকার এজেন্ট ও হকার নেতা সোহেল বলেন, হকাররা পত্রিকা বিলি করতে গেলেও করোনা সংক্রমণের ভয়ে মানুষ পত্রিকা নিচ্ছে না। সেই কারণে আমরা প্রকাশকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি আগামী ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা প্রকাশনা বন্ধ থাকবে নারায়ণগঞ্জে। ১ এপ্রিল থেকে আবারও শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়