শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লকডাউন অমান্য করায় পেরুর সর্বসেরা ফুটবলার গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক : [২] নলবার্তো সোলানো ছিলেন ইংলিশ লিগের ইতিহাসের অন্যতম সেরা রাইট উইংব্যাক। লাতিন আমেরিকার দেশ পেরুর ইতিহাসের সর্বসেরা এই তারকা দেশটির ফুটবল ইতিহাসে জ্বলজ্বল করছেন। কিন্তু এই তারকা এবার পেরুর পুলিশের ‘ট্যাকল’ এড়াতে পারলেন না। লকডাউনের মধ্যে বাইরে বেরিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন।

[৩] পেরুর টেলিভিশন চ্যানেল আরপিপি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ৪৫ বছর বয়সী সাবেক রাইট উইংব্যাক সোলানোকে গ্রেপ্তার করে লিমার পুলিশ। আটকে রাখে লা মোলিনা থানায়। পরে অবশ্য ছাড়া পেয়ে যান তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, করোনাভাইরাস সংক্রমণে রুখতে সরকার কড়াকড়িভাবে যে গৃহবন্দী থাকার আইন জারি করেছে, সেটা না মেনে পার্টি করতে গিয়েছিলেন সোলানো।

[৪] প্রথমে অবশ্য সোলানো স্বীকার করেননি গ্রেপ্তার হওয়ার কথা। বলেছিলেন, স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে থানায় গিয়েছিলেন পুলিশের সঙ্গে এবং পুলিশকে বুঝিয়ে-শুনিয়ে চলে এসেছেন। পার্টি নয়, বরং প্রতিবেশীর বাসায় মধ্যাহ্নভোজ করতে গিয়েই ফেঁসেছেন বলে দাবি করেছেন সোলানো। প্রথম আলো

[৫] দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সবচেয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে পেরু সরকার। জানা গেছে, স্বেচ্ছায় ঘরে থাকার আইন ভাঙায় সে দেশে এ পর্যন্ত প্রায় আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত বুধবারেই গ্রেপ্তার হয়েছে ২,৫৬৮জন। দেশটিতে ৫৮০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছে নয়জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়