শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা ভাইরাস বাতাসে কতক্ষণ ভেসে থাকতে পারে

নূরুল হাসান খান[২]প্রাণঘাতি করোনা ভাইরাস বাতাসে কতক্ষণ ভেসে থাকতে পারে তার সঠিক উত্তর এখনো জানা নেই। এ বিষয়ে এখনো সর্বজন স্বীকৃত কোন সিদ্ধান্তে পাওয়া যায়নি। তবে উত্তর জানার জন্য নানামুখি গবেষণা চলছে। কোন কোন গবেষক অব্যশ্য বলছেন, ভাইরাসটি অনুক’ল পরিবেশে মাত্র ৩ থেকে ৪ সেকেন্ড শূন্যে ভেসে থাকতে পারে। আবার অন্য কেউ কেউ বলছেন, ভাইরাসটি বাতাসে ২ থেকে ৩ ঘন্টাও ভেসে থাকতে পারে।আল জাজিরা

[৩]আলজাজিরা অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক একটি বিশ্ব বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মকর্তা ডাঃ আমীর খান প্রতিদেনটি তৈরি করেছেন।

[৪]দীর্ঘ এই প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশির মাধ্যমে বাতাস বা নিকটবর্তী মানুষের মধ্যে ছড়িয়ে পড়া যে অন্যতম প্রধান কারণ তাতে কোন সন্দেহ নেই।

[৫]প্রতিবেদনে বলা হয়েছে, বাহক ব্যাক্তির বাইরে ভাইরাসটি কতক্ষণ বেঁচে থাকতে পারে সেটা জানার জন্য বর্তমানে নানা গবেষণা চলছে। সম্প্রতি ‘নিউ ইংলন্ড জার্ণাল অব মেডিসিনে’ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটি বাহক ব্যাক্তির বাইরে বাতাসে মাত্র কয়েক সেকেন্ড ভেসে থাকতে পারে। অন্য আরেক গবেষণায় বলা হয়েছে এটা ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত ভেসে থাকতে পারে। এই সময়ে বাতাসে ভাসতে থাকা ভাইরাসটির সংস্পর্শে কোন মানুষের আসলে তা নাক, মুখ, চোখ এবং কানের মাধ্যমে দেহে প্রবেশ করে, ফুসফুসের দখল নিয়ে নেয়।

[৬]আসলে যত সময়েই এটা বাতাসে কণা আকরে ভেসে থাকুকনা কেন, বাতাসে ভেসে থাকা অবস্থায় কেউ যদি দুই মিটারের মধ্যে শ্বাস গ্রহণ করে তাহলে সেই ব্যক্তিও আক্রান্ত হবে।

[৭]তবে শুধু মাত্র এই প্রক্রিয়ায় এত বিপুল সংখ্যক মানুষ এত স্বল্প সময়ে কি ভাবে আক্রান্ত হতে পেরেছে, তা জানার জন্য এখনো গবেষণা অব্যাহত আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়