শিরোনাম
◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব ◈ পহেলা অগ্রহায়ণ নববর্ষ পালনের ঘোষণা ডাকসুর

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা ভাইরাস বাতাসে কতক্ষণ ভেসে থাকতে পারে

নূরুল হাসান খান[২]প্রাণঘাতি করোনা ভাইরাস বাতাসে কতক্ষণ ভেসে থাকতে পারে তার সঠিক উত্তর এখনো জানা নেই। এ বিষয়ে এখনো সর্বজন স্বীকৃত কোন সিদ্ধান্তে পাওয়া যায়নি। তবে উত্তর জানার জন্য নানামুখি গবেষণা চলছে। কোন কোন গবেষক অব্যশ্য বলছেন, ভাইরাসটি অনুক’ল পরিবেশে মাত্র ৩ থেকে ৪ সেকেন্ড শূন্যে ভেসে থাকতে পারে। আবার অন্য কেউ কেউ বলছেন, ভাইরাসটি বাতাসে ২ থেকে ৩ ঘন্টাও ভেসে থাকতে পারে।আল জাজিরা

[৩]আলজাজিরা অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক একটি বিশ্ব বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মকর্তা ডাঃ আমীর খান প্রতিদেনটি তৈরি করেছেন।

[৪]দীর্ঘ এই প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশির মাধ্যমে বাতাস বা নিকটবর্তী মানুষের মধ্যে ছড়িয়ে পড়া যে অন্যতম প্রধান কারণ তাতে কোন সন্দেহ নেই।

[৫]প্রতিবেদনে বলা হয়েছে, বাহক ব্যাক্তির বাইরে ভাইরাসটি কতক্ষণ বেঁচে থাকতে পারে সেটা জানার জন্য বর্তমানে নানা গবেষণা চলছে। সম্প্রতি ‘নিউ ইংলন্ড জার্ণাল অব মেডিসিনে’ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটি বাহক ব্যাক্তির বাইরে বাতাসে মাত্র কয়েক সেকেন্ড ভেসে থাকতে পারে। অন্য আরেক গবেষণায় বলা হয়েছে এটা ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত ভেসে থাকতে পারে। এই সময়ে বাতাসে ভাসতে থাকা ভাইরাসটির সংস্পর্শে কোন মানুষের আসলে তা নাক, মুখ, চোখ এবং কানের মাধ্যমে দেহে প্রবেশ করে, ফুসফুসের দখল নিয়ে নেয়।

[৬]আসলে যত সময়েই এটা বাতাসে কণা আকরে ভেসে থাকুকনা কেন, বাতাসে ভেসে থাকা অবস্থায় কেউ যদি দুই মিটারের মধ্যে শ্বাস গ্রহণ করে তাহলে সেই ব্যক্তিও আক্রান্ত হবে।

[৭]তবে শুধু মাত্র এই প্রক্রিয়ায় এত বিপুল সংখ্যক মানুষ এত স্বল্প সময়ে কি ভাবে আক্রান্ত হতে পেরেছে, তা জানার জন্য এখনো গবেষণা অব্যাহত আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়