শিরোনাম
◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল ◈ তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন মারা যাওয়া ইতালি প্রবাসীর পরিবারের ৫ জন

ডেস্ক রিপোর্ট : [২] আইসোলেশন থেকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালি প্রবাসীর পরিবারের পাঁচ সদস্য। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন থেকে তাদের রিলিজ দেয়া হয়েছে। তারা সবাই মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা। তাদের পরিবারের এক সদস্য সম্প্রতি ইতালি থেকে দেশে ফেরেন। পরে ওই ইতালি প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার সংস্পর্শে ছিলেন একই পরিবারের সাত সদস্য। পরে একই পরিবারের আরও দুই বৃদ্ধ করোনায় আক্রান্ত হন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তত্ত্বাবধানে রয়েছেন দুই বৃদ্ধ। তারা সুস্থ রয়েছেন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

[৩]পাশাপাশি মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে রাখা পাঁচ সদস্যের ১৪ দিন অতিবাহিত হওয়ায় এবং নতুন করে সংক্রমণ দেখা না দেয়ায় শুক্রবার তাদের রিলিজ দেয়া হয়েছে। রিলিজ দেয়ার পরও তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম।

[৪] স্থানীয় সূত্র জানায়, করোনায় মারা যাওয়া শিবচরের ইতালি প্রবাসীর পরিবারের পাঁচ সদস্য আইসোলেশনে ছিলেন। শুক্রবার জেলা সদর হাসপাতাল থেকে তাদের রিলিজ দেয়া হয়। সদর হাসপাতালের আইসোলেশনে দুজন এবং তিনজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। ওই প্রবাসীর অসচেতনায় পরিবারের সাত সদস্য করোনার ঝুঁকিতে পড়েন। এদিকে, মাদারীপুরের শিবচর উপজেলার জনজীবন অষ্টমদিনের মতো লকডাউনে রয়েছে। দোকানপাট বন্ধসহ অচলাবস্থা বিরাজ করছে উপজেলাজুড়ে।

শুক্রবার বিকেলে শিবচরের সাপ্তাহিক কাদিরপুরহাট বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। বাড়তি দাম রাখায় এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ পর্যন্ত শিবচরের পাঁচ হাজার পরিবার সরকারি খাদ্য ও ওষুধ সহায়তা পেয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হাসান বলেন, জনসমাগম এড়াতে কাদিরপুরহাটটি বন্ধ করে দেয়া হয়েছে। শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান বলেন, ইতালি প্রবাসীর অসচেতনতায় ওই পরিবারের সাতজন সদস্য ঝুঁকিতে পড়ে। এর মধ্যে পাঁচজনকে সদর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। বাকি দুজন আইইডিসিআরের তত্ত্বাবধানে রয়েছেন।

সূত্র- জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়