শিরোনাম
◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন মারা যাওয়া ইতালি প্রবাসীর পরিবারের ৫ জন

ডেস্ক রিপোর্ট : [২] আইসোলেশন থেকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালি প্রবাসীর পরিবারের পাঁচ সদস্য। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন থেকে তাদের রিলিজ দেয়া হয়েছে। তারা সবাই মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা। তাদের পরিবারের এক সদস্য সম্প্রতি ইতালি থেকে দেশে ফেরেন। পরে ওই ইতালি প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার সংস্পর্শে ছিলেন একই পরিবারের সাত সদস্য। পরে একই পরিবারের আরও দুই বৃদ্ধ করোনায় আক্রান্ত হন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তত্ত্বাবধানে রয়েছেন দুই বৃদ্ধ। তারা সুস্থ রয়েছেন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

[৩]পাশাপাশি মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে রাখা পাঁচ সদস্যের ১৪ দিন অতিবাহিত হওয়ায় এবং নতুন করে সংক্রমণ দেখা না দেয়ায় শুক্রবার তাদের রিলিজ দেয়া হয়েছে। রিলিজ দেয়ার পরও তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম।

[৪] স্থানীয় সূত্র জানায়, করোনায় মারা যাওয়া শিবচরের ইতালি প্রবাসীর পরিবারের পাঁচ সদস্য আইসোলেশনে ছিলেন। শুক্রবার জেলা সদর হাসপাতাল থেকে তাদের রিলিজ দেয়া হয়। সদর হাসপাতালের আইসোলেশনে দুজন এবং তিনজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। ওই প্রবাসীর অসচেতনায় পরিবারের সাত সদস্য করোনার ঝুঁকিতে পড়েন। এদিকে, মাদারীপুরের শিবচর উপজেলার জনজীবন অষ্টমদিনের মতো লকডাউনে রয়েছে। দোকানপাট বন্ধসহ অচলাবস্থা বিরাজ করছে উপজেলাজুড়ে।

শুক্রবার বিকেলে শিবচরের সাপ্তাহিক কাদিরপুরহাট বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। বাড়তি দাম রাখায় এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ পর্যন্ত শিবচরের পাঁচ হাজার পরিবার সরকারি খাদ্য ও ওষুধ সহায়তা পেয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হাসান বলেন, জনসমাগম এড়াতে কাদিরপুরহাটটি বন্ধ করে দেয়া হয়েছে। শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান বলেন, ইতালি প্রবাসীর অসচেতনতায় ওই পরিবারের সাতজন সদস্য ঝুঁকিতে পড়ে। এর মধ্যে পাঁচজনকে সদর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। বাকি দুজন আইইডিসিআরের তত্ত্বাবধানে রয়েছেন।

সূত্র- জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়