শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ বসবে ২৭তম স্প্যান, করোনা আতঙ্কেও থেমে নেই পদ্মা সেতুর কাজ

ডেস্ক রিপোর্ট : [২]  আজ  সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের এবং পরে ২৭তম স্প্যান বসতে যাচ্ছে। এতে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৪ হাজার ৫০ মিটির। ইউএনবি, দৈনিক আমারসংবাদ ও আরটিভি অনলাইন

[৩] পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গতকাল স্প্যানটি পিলার ২টির কাছে নিয়ে যাওয়া হয়েছে। দেশি-বিদেশি প্রকৌশলীদের সহায়তায় আজ ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে পিলারের ওপর বসিয়ে দেয়া হবে। তিনি আরও জানান, এপ্রিল মাসের মাঝামাঝি আরও ২টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। এ নিয়ে প্রস্তুতিও চলছে।

[৩] এর আগে গত ১০ মার্চ সেতুর ২৬তম স্প্যান বসানো হয়। ২৭তম স্প্যানটি বসানোর পর সেতুতে আর মাত্র ১৪টি স্প্যান বসানো বাকি থাকবে। একটি সূত্র জানায়, করোনাভাইরাস আতঙ্কের কারণে পদ্মা সেতু প্রকল্পের দেশীয় শ্রমিকদের অধিকাংশই এখন ছুটিতে রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রকৌশলীও আছেন। এখন দেশীয় শ্রমিকরাই জোড়া লাগানো স্প্যানে রঙ করার কাজ করছেন। ৫টি স্প্যান প্রস্তুত আছে। এরমধ্যে ২টিতে রঙ করার কাজ চলছে। এ ছাড়া আগামী ২০ এপ্রিল চীনে প্রস্তুত সর্বশেষ স্প্যান ২টি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে। সম্পাদনা : মাজহারুর ইসলাম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়