ইয়াসিন আরাফাত : [২] ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাস তৈরি করে বিশ্বে ছড়িয়ে দেয়ার অভিযোগ নাকচ করে ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র জি রংবলেছেন, বিশ্বের উচিত চীনের মানুষজনকে দোষারোপ না করে মহামারীর বিরুদ্ধে লড়াই করা এবং এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া। এনডি টিভি, জি নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩] ইচ্ছাকৃতভাবেই চীনের সঙ্গে ওই ভাইরাসের যোগসুত্র তৈরি করা হচ্ছে বলেই পাল্টা অভিযোগ করেন জি রং। বেশ ক্ষুব্ধ স্বরেই তিনি বলেন, চীন কখনওই এ ভাইরাসটি তৈরি করেনি। ইচ্ছাকৃতভাবে সংক্রমণও ঘটায়নি। তাই করোনাকে চীনা ভাইরাস নামে ডাকা একেবারেই ভুল।
[৪] তিনি আরও বলেন, চীনের উহান প্রদেশের মানুষ করোনাভাইরাসে ব্যাপকভাবে আক্রান্ত হলেও, চীনই যে এ মরণ ভাইরাসের উৎসকেন্দ্র, তা কিন্তু এখনও প্রমাণ হয়নি। সম্পাদনা : মাজহারুল ইসলাম