শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় রাইস মিলে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে দুই নামধারী সাংবাদিক আটক

নওগাঁ প্রতিনিধি : [২] নওগাঁর দুই হাসকিং মিলে ৬০ হাজার টাকা চাঁদাবাজির দাবি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করার হুমকি দেওয়ায় দুই কথিত সাংবাদিক মাহাবুর ইসলাম রানা ও অরুপ রতন রায়কে আটক করা হয়।

[৩] মঙ্গলবার বিকেলে নওগাঁ সদরের চন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট গ্রামে এই ঘটনায় ঘটেছে। ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

[৪] মাহাবুর ইসলাম রানার বিরুদ্ধে নওগাঁ ও পত্নীতলা থানায় ৫/৬টি চাঁদাবাজি, মাদক ও ছিনতাই মামলা রয়েছে। সে বিভিন্ন মামলায় হাজতও খেটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

[৫] আটককৃকতার হলো নওগাঁ সদরের আরজী নওগাঁ এলাকার লাটাপাড়া বাজারের আবুল কালাম আজাদের ছেলে মাহাবুর ইসলাম রানা (২৮) ও শহরের হাট-নওগাঁ এলাকার বীনা পানির মোড়ের মৃত অমল কুমার রায়ের ছেলে অরুপ রতন রায় (২৬)।

[৬] জানা গেছে, নওগাঁ সদরের চন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট গ্রামে সাহারা চাউল কল ও তিন ভাই ট্রেডার্সে কথিত দুই সাংবাদিক মাহাবুর ইসলাম রানা ও অরুপ রতন রায় মঙ্গলবার বিকেলে যায়। এরপর ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই প্রতিষ্ঠানের মালিকার চাঁদা দিতে না চাইলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাল কল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

[৭] এ সময় স্থানীয় মানুষ ও মিল মালিকদের সন্দেহ হলে তাদেরকে আটক করেন। পরে স্থানীয় ইউপি সদস্য দুলাল হোসেনের মাধ্যমে থানায় সোর্পদ করেন।

[৮] নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দি হোসেন জানান, এ ঘটনায় সাহারা চাউল কলের মালিক হারুন অর রশিদ ফিরোজ বাদী হয়ে থানায় চাঁদাবাজির মামলা করেছেন। বুধবার ওই দুই চাঁদাবাজকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

[৯] ওসি আরো জানান, মাহাবুর ইসলাম রানা নিজেকে মানবাধিকার কর্মী ও তালাশ টিমের সদস্য বলে নিজেকে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি, মাদক ও ছিনতাই মামলা রয়েছে। সে বিভিন্ন মামলায় হাজতবাসও করেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়