শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় কোরোনার কারনে ওরশ করতে নিষেধ করায় পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২২

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি : [২] ঘটনাটি ঘটেছে বুধবার রাতে শহরের নামাজগড় এলাকায় ।
করোনাভাইরাসের কারনে ওরশ করতে নিষেধ করায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ইন্সপেক্টরসহ কমপক্ষে ৩ পুলিশ সদস্য। এ সময় স্থানীয় ফাঁড়ী পুলিশের ইনচার্জ ইন্সপেক্টরকে আটক করে মারপিট ও নির্যাতন করা হয়। পুলিশ এ ঘটনায় ২২জনকে আটক করেছে।

[৩] স্থানীয় সূত্র ও পুলিশের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাতে শহরের নামাজগড় এলাকায় মরহুম ভাষা সৈনিক হাজীউর রহমানে মৃত্যু দিবস উপলক্ষে সেখানে স্থানীয়রা ওরশ মাহফিলের আয়োজন করে। করোনাভাইরাসের জন্য প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে স্থানীয়ভাবে ওরশ আয়োজন করায় রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি স্থানীয় উপশহর ফাঁড়ী পুলিশ লোকজনের সমাগম দেখে তাদের বারণ করে। এতে ক্ষুব্ধ হয় সেখানকার বিশ কিছু অতি উৎসাহী যুবক ।

[৪] তারা এসময় স্থানীয় উপশহর ফাঁড়ী পুলিশের উপর হামলা করে তাদের মারধোর করে। এতে আহত হয় কমপক্ষে ৩পুলিশ সদস্য । এর এক পর্যায়ে তারা উপশহর ফাঁড়ী পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খানের উপর হামলা চালিয়ে আটক রেখে তাকে মারধোর করা সহ শারীরিক নির্যাতন চালায় ।

[৫] পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে পৌছে ইন্সপেক্টর নান্নুখান সহ অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার ও অভিযান চালিয়ে ঘটনার সাথে জরিত সন্দেহে ২২জনকে আটক করে । ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়