আব্দুম মুনিব, কুষ্টিয়া :[২] স্বপন কুমার সাহা নামের এক ব্যাবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে সেখানে ৪৭ লাখ টাকা এবং বৈদ্যনাথ সাহার গোডাউনে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার মসুর জব্দ করা হয়। তাদের দুজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার বাজার নিয়ন্ত্রণে শহরের বড়বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার সবুজ হাসান। এসময় স্বপন কুমার সাহার গোডাউনে ১৫শ মন এবং বৈদ্যনাথ সাহার গোডাউনে ৬শ মন মসুরি জব্দ করা হয় এবং জব্দকৃত মসুর গুলো মিলারের কাছে খরিদ মুল্যে বিক্রয়ের নির্দেশ দেন।