ইয়াসিন আরাফাত : [২] বুধবার ইতালির নার্সিং ফেডারেশন জানায়, আত্মহত্যা করা সেই নার্সের নাম ডেনিয়েলা ট্রেজি (৩৪)। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সময় থেকে ওই নার্স রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তিনি ইতালির সবচেয়ে বেশি বিপর্যস্ত এলাকা লোম্বার্দি অঞ্চলের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। ডেইলি মেইল, নিউ ইয়র্ক পোস্ট
[২] জানা যায়, করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেটি যাতে অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে সেজন্য আত্মহত্যা করেছেন ইতালির ওই নার্স।
[৩] নার্সিং ফেডারেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, চিকিৎসা করতে গিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনায়। মৃত্যুও হয়েছে অনেক ডাক্তার-নার্সের।
[৪] চীন থেকে শুরু হওয়া মহামারি করোনাভাইরাসে এখন সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন ৬ হাজার ৮২০ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার। এমন পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন ইতালির চিকিৎসক ও নার্সরা।