শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ঝুঁকি উপেক্ষা করে ঘরমুখো মানুষের ভিড় রাজবাড়ীর দৌলতদিয়ায়, প্রতিটি ফেরিতে ৫ থেকে ৬ হাজার মানুষ

সিরাজুল ইসলাম: [২] তিনদিন ধরে গ্রামে ছুটছে মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে দাঁড়ানোর জায়গা নেই।

[৩] করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার টানা ১০ দিনের ছুটি শুরু হচ্ছে। মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এর মধ্যে গাদগাদি করে বাড়ি ফেরা নিয়ে প্রশ্ন ওঠেছে।

[৪] রাজধানীর মহাখালী থেকে গ্রামের বাড়ি যশোরের শার্শা যাচ্ছেন ঠিকাদা ইকবাল হোসেন। তিনি বলেন, ঢাকা শহর থেকে গ্রাম অনেকটা নিরাপদ। তাই কষ্ট হলেও গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি।

[৫] ভিড় সামলে গ্রামের বাড়ি যাচ্ছিলেন গৃহবধূ খোদেজা বেগম। তিনি বলেন, তিনি স্বামীর সঙ্গে ঢাকা শহরে থাকেন। সবার মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। তাই স্বামী-সন্তান নিয়ে যশোরে গ্রামের বাড়ি যাচ্ছেন।

[৭] চার নম্বর ফেরি ঘাটের পন্টুন ইনচার্জ মো. ইসমাঈল বলেন, বুধবার সকাল ১০টার দিক থেকে মানুষের ভিড় বাড়তে শুরু হয়েছে। একটি ছোট ফেরিতে অন্তত ৫ থেকে ৬ হাজার মানুষ নদী পাড়ি দিচ্ছে।

[৮] বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে মানুষের চাপ বহুগুণে বেড়েছে। এসব মানুষ নিজেদের চরম ঝুঁকিতে ফেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়