শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

শিমুল মাহমুদ : [২] বেলা ৪টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বের হয়ে ৫ টা ১৫ মিনিটে গুলশানের ফিরোজায় পৌছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে আবারো হুইলচেয়ারে তাকে শয়নকক্ষে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল ৪ থেকেই ফিরোজার সামনে ভীড় জমতে থাকে নেতাকর্মীরা।

[৩] শাহবাগ থেকে গুলশান-২ ফিরোজা পর্যন্ত যাওয়ার সময় রাস্তার দুই পাশেই কিছুক্ষণ পরপর নেতাকর্মীরা জড়ো হয়ে,
খালেদা জিয়া, খালেদা জিয়া শ্লোগান দিতে দেখা যায়। এসময় গাড়ি থেকে হাত নাড়িয়ে সাড়া দেন খালেদা জিয়াও।

[৪] এর আগে বেলা সাড়ে ৩ টা থেকে বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার জন্য অপেক্ষা করেন ছোট ভাই শামীম ইস্কান্দার এবং বোন বেগম সেলিনা ইসলাম ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসংখ্য নেতাকর্মীরা। খালেদা জিয়ার গাড়ির পেছন পেছন আসেন ফিরোজাও।

[৫] এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে ওনাকে আমরা বাসায় নিয়ে আসতে পেরেছি। আমরা বিশ্বাস করি তিনি এই ঘরোয়া পরিবেশে মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠবেন। ইনশাল্লাহ তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হবে। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি ওনারা ম্যাডামেরা সিদ্ধান্তক্রমে ব্যবস্থা নেবেন। আজকে তার নিজস্ব চিকিৎসকরা বসবেন এবং অন্যান্য বিষয়গুলো পরামর্শ করে দেখা হবে।

[৬] বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের মহাসচিব হারুন আল রশিদ বলেন, ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমরা বলবো উনাকে যেনো বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার হয়।

[৭] তিনি জানান, এখনো কোন মেডিকেল বোর্ড গঠন করা হয়নি তবে পাঁচ থেকে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করার সিদ্ধান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়