শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত, হাসপাতালের ২১ স্টাফ কোয়ারেন্টিনে

আমাদের সময় : [২] চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৭০ বছর বয়সী ওই নারী সম্প্রতি সৌদি আরব থেকে ওমরা হজ শেষ করে কক্সবাজারের চকরিয়ায় ফেরেন। আজ মঙ্গলবার দুপুরে তার নমুনা পরীক্ষার ফলাফল পৌঁছলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ১০ জন চিকিৎসক, ৮ জন নার্স ও তিনজন ক্লিনারকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে।

[৩] জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত ওই নারী চকরিয়া উপজেলার খুটাখালী দক্ষিণ পাড়ার মরহুম রশিদ আহমদের স্ত্রী। তিনি বিশিষ্ট একজন শিক্ষাবিদের মা এবং সরকারের একজন সিনিয়র সচিবের মামি। তিনি সৌদি আরবে ওমরা হজ পালন শেষে ১৩ মার্চ দেশে ফিরেন। এরপর তিনি কক্সবাজার সদরের পশ্চিম পাহাড়তলির বাসা ও পরে চকরিয়ার খুটাখালীর বাড়িতে অবস্থান যান।

[৪] গত বুধবার জ্বর, কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন। গত রোববার করোনাভাইরাসের পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়। ওই নমুনা পরীক্ষার পর আজ তিনি করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হন। ওই পরীক্ষার ফলাফল আজ দুপুরে কক্সবাজার হাসপাতালে পৌঁছানোর পর আক্রান্ত ব্যক্তিকে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার করোনাভাইরাসের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।

এ ছাড়া হাসপাতালের ২১ জন স্টাফকে কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহিন আবদুর রহমান চৌধুরী।

[৫] এদিকে, ওই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তার কনট্রাক্ট ট্রেসিং (সংস্পর্শে আসা ব্যক্তি খোঁজা)-এর কাজ শুরু করেছে পুলিশ।

[৬] কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, খবরটি জানতে পারার সঙ্গে সঙ্গেই ওই করোনাভাইরাসে আক্রান্ত ওই রোগী সৌদি আরব থেকে আসার পর থেকে তার সংস্পর্শে যারা এসেছেন তাদের নাম তালিকা করতে বলা হয়েছে।

চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম জানান, সিভিল সার্জনের পক্ষ থেকে একটি ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই তালিকা প্রণয়ন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়