রুবাইয়াত রিক্তা: [২] পুঁজিবাজারে গতকাল বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত থাকায় বাজারে ইতিবাচক গতি দেখা গেছে। সব সূচক ইতিবাচক থাকার পাশাপাশি লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ১০৮ কোটি টাকা বেড়েছে। দর বেড়েছে ২৭ শতাংশ কোম্পানির। কমেছে ১৩ শতাংশের দর। দরপতন থামায় স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। লেনদেন বেড়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। আর দর বেড়েছে সবচেয়ে বেশি ব্যাংক খাতে। আর ব্যাংক খাতের দর বৃদ্ধি সূচকের উত্থানে ইতিবাচক ভূমিকা রেখেছে। শেয়ার বিজ নিউজ
[৩] মোট লেনদেনের এক তৃতীয়াংশের বেশি হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এ খাতে লেনদেন হয় প্রায় ৬১ কোটি টাকা। ওরিয়ন ফার্মার সাত কোটি ৯১ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৫০ পয়সা। ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়। দর অপরিবর্তিত ছিল। ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পাঁচ কোটি ৫৫ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২০ পয়সা। সেন্ট্রাল ফার্মার পাঁচ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে এক টাকা ২০ পয়সা। কোম্পানিটি দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে আসে। স্কয়ার ফার্মার পাঁচ কোটি ১১ লাখ টাকা লেনদেন হয়। দর অপরিবর্তিত ছিল। সিলভা ফার্মার চার কোটি ৬৩ লাখ টাকা লেনদেন হয়, দর কমেছে ৫০ পয়সা। এসিআই ফরমূলেশনের দর ৯ দশমিক ৯৮ শতাংশ, এসিআই লিমিটেডের দর ছয় দশমিক ২৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষ দশের মধ্যে উঠে আসে। ১৩ শতাংশ লেনদেন হয় প্রকৌশল খাতে।
[৪] এ খাতে ৩০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ন্যাশনাল টিউবসের পাঁচ কোটি ৩১ লাখ টাকা লেনদেন হয়। দর অপরিবর্তিত ছিল। ব্যাংক খাতে লেনদেন হয় ১২ শতাংশ। এ খাতে ৬০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। কমেছে একমাত্র ট্রাস্ট ব্যাংকের দর। বাকিগুলোর দর অপরিবর্তিত ছিল। ১০ দশমিক ৮১ শতাংশ বেড়ে মার্কেন্টাইল ব্যাংক দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে। লেনদেন হয় পাঁচ কোটি ১১ লাখ টাকার শেয়ার। এছাড়া প্রিমিয়ার ব্যাংক, উত্তরা ও ডাচ্-বাংলা ব্যাংক দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় অবস্থান করে। আর কোনো খাতেই উল্লেখযোগ্য লেনদেন হয়নি। প্রায় সব খাতেই বেশিরভাগ কোম্পানির দর অপরিবর্তিত ছিল। জ্বালানি খাতে ৩১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। লিন্ডে বিডির পাঁচ কোটি ৪৩ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১৬ টাকা ৪০ পয়সা। মুন্নু সিরামিকের ১২ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠলেও দরপতন হয় দুই টাকা ৪০ পয়সা। এছাড়া চামড়া শিল্প খাতের এপেক্স ফুটওয়্যারের ১০ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে তিন টাকা ৭০ পয়সা।