চট্টগ্রাম প্রতিনিধি: [২] সাতকানিয়ায় সম্প্রতি বিদেশ ফেরত ৩৩৪ জনের একটি তালিকা প্রকাশ করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-আলমের
[৩] যারা হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ইউএনও।
[৪] তিনি বলেন, হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করতে প্রতিটি ইউনিয়নের গ্রাম্য পুলিশ ও পৌরসভার কাউন্সিলরদের নির্দেশনা দেওয়া হয়েছে।
[৫] তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে কোনও ক্ষমা নেই। যে কেউ মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে।’সম্পাদনা: জেরিন আহমেদ