শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থগিত করা হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনাল ম্যাচ

রাকিব উদ্দীন : [২] কোভিড-১৯ চীন থেকে ইউরোপের দেশগুলোতে ছড়িয়ে পড়ার পরই স্থগিত করা হয়েছিলো ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো। ভাইরাসটির প্রাদুর্ভাব দিন দিন বাড়তে থাকাই শেষ পর্যন্ত আসর দুটির ফাইনাল ম্যাচও স্থগিত করতে বাধ্য হয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

[৩] গতকাল রাতে দেওয়া ঘোষণায় আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও স্থগিত করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে উয়েফা বলেছে, ‘ইউরোপে কোভিড-১৯ এর কারণে সৃষ্ট সংকটের প্রেক্ষিতে উয়েফা আনুষ্ঠানিকভাবে নিম্নলিখিত ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো ২০২০ সালের মে মাসে মাঠে গড়ানোর সূচি ছিল- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও উয়েফা ইউরোপা লিগ ফাইনাল।’

[৪] ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের নেতৃত্বে একটি দল সম্ভাব্য বিকল্পগুলো পর্যালোচনা করে দেখছেন।

[৫] উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গেল ১৩ মার্চ চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি পর্ব স্থগিত করেছিল উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো ১৭ ও ১৮ মার্চ আর ইউরোপা লিগের ম্যাচগুলো ১৯ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়