শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কলম্বিয়ায় কারাগারে করোনাভাইরাস নিয়ে সংঘর্ষে নিহত ২৩

সিরাজুল ইসলাম: [২] রাজধানী বোগোতার সবচেয়ে বড় লা মোদেলো কারাগার ভাঙ্গার চেষ্টাকালে রোববার এ ঘটনা ঘটে। কমপক্ষে ৩২ বন্দি ও সাত রক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই রক্ষীর অবস্থা সঙ্কটজনক। বিবিসি

[৩] কলম্বিয়ার বিচারমন্ত্রী মার্গারিটা কাবেলো জানিয়েছেন, ওই কারাগারে ৮৩ জন বন্দি আহত হয়েছেন। মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে।

[৪] দেশটির সব কারাগারের ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়টিতে কারাগারগুলোতে নাজুক স্বাস্থ্য সেবার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বন্দিরা।

[৫] নিহতদের মধ্যে কতজন বন্দি ও কতজন কারারক্ষী রয়েছে, তা জানা যায়নি। ১৩টি কারাগার থেকে অস্থিরতার খবর এসেছে।

[৬] কারাগারগুলোতে অস্বাস্থ্যকর পরিস্থিতির অভিযোগ অস্বীকার করে মন্ত্রী বলেন, দাঙ্গা হওয়ার মতো কোনো স্বাস্থ্য সমস্যা সেখানে ছিল না। কোনো বন্দি বা হেফাজতে থাকা কারো অথবা প্রশাসনিক কোনো কর্মী করোরই করোনাভাইরাসের সংক্রমণ হয়নি।

[৭] বন্দিরা উন্মত্ত হয়ে উঠেছিল। তাদের কয়েকজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ও সম্পত্তি ক্ষতিসাধন করার অভিযোগ আনা হতে পারে।

[৮] লা মোদেলো কারাগারের গেটের বাইরে বন্দিদের বহু স্বজন প্রিয়জনদের খবর জানার জন্য অপেক্ষা করছে। তারা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আসার পর তারা গুলির শব্দ শুনেছেন।

[৯] সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে বন্দিদের জাজিম, তোশকে আগুন ধরাতে দেখা গেছে।

[১০] দেশটির ১৩২টি কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৮১ হাজার। তবে বন্দি আছে এক লাখ ২১ হাজারেরও বেশি।

[১১]এ পর্যন্ত কলম্বিয়ায় ২৩১ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। দুই জন মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়