মাজহারুল ইসলাম : [২] রোববার ভোররাত সাড়ে ৩টায় লন্ডন ফেরত ৬১ বছর বয়সী ওই নারীর আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যু হয়। যুগান্তর
[৩] ভোররাত ৪টা ২৫ মিনিটে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন, ওই হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল খালেক।
[৪] শামীমাবাদ এলাকায় থাকা ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। তিনি গত ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন। এ অবস্থায় গত ২০ মার্চ তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রাখেন চিকিৎসকরা।
[৫] জানা যায়, করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হতে আজ আইইডিসিআর' এর প্রতিনিধি সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করবে।