আসিফ কাজল: [২] ঢাকা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক বলেন, করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত শিক্ষামন্ত্রণালয়ের সঙ্গে বসেই নিতে হয়। এ ধরণের সভা এখনো অনুষ্ঠিত হয়নি।
[৩] তিনি বলেন, আমার পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে উদ্বিগ্ন, পরীক্ষার্থীদের নিয়েও চিন্তিত। করোনা পরিস্থিতিতে পরীক্ষা যথা সময়ে হবে কিনা এ প্রসঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহের প্রথমদিকে নতুন কোনো সিদ্ধান্ত নেয়া হলে তা জানানো হবে। তবে পরীক্ষা পেছানোর সম্ভাবনা আছে বলেও জানান তিনি।
[৫] উল্লেখ্য, আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজন হওয়ার পর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।