সিরাজুল ইসলাম: [২] এক বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তারা বিক্ষোভ করছিলেন। প্রতি শুক্রবার তারা বিক্ষোভ করতেন। শুক্রবার ছিলো বিক্ষোভের ৫৭তম দিন। বিবিসি, রয়টার্স, সাবাহ
[৩] এই প্রথম শুক্রবার রাস্তায় পুলিশ ও সাংবাদিক ছাড়া কেউ ছিলো না।
[৪] সরকার সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে। বিক্ষোভকারীদের নেতারা কর্র্মীদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন।
[৫] দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে ১০ জন মারা গেছে। সংক্রমিত হয়েছেন ৯০ জন।
[৬] কর্মীদের বিক্ষোভ স্থগিত করার নির্দেশ দেওয়া নেতাদের মধ্যে কারাবন্দি কর্মী করিম তাবাউ ছিলেন।
[৭] গত বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট আবদেল আজিজ বাওতিফ্লিকা ঘোষণা দেন, তিনি পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এর পরই বিক্ষোভ শুরু হয়। পরে ৮২ বছরের এই ব্যক্তি তার পরিকল্পনা থেকে সরে আসেন। তার পরও হাজার হাজার মানুষ রাস্তা ছাড়েননি।