শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৫:০৪ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি: [২] শুক্রবার রাতে পিরোজপুর জেলা হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

[৩] আহতরা হলেন-পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাহেল হাওলাদার (২৪) শহরের কৃষ্ণনগর এলাকার শাহাজাহান হাওলাদারের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. সজিব শেখ (২৫) একই এলাকার মজিবর শেখের ছেলে। আহতদের প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] আহত রাহেল হাওলাদার জানান, রাত ৯টার দিকে ছাত্রলীগ কর্মী সাব্বির তার কয়েক সহযোগী নিয়ে জেলা হাসপাতালের সামনের সড়কে সিঙ্গার শো-রুমের সামনে হঠাৎ করে তার ও সজিবের ওপর হামলা চালিয়ে হাতে থাকা দা দিয়ে কোপ দেয় এবং মারধর শুরু করে। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সাব্বিরসহ অন্যরা পালিয়ে যায়। পরে লোকজন সজিব ও তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।

[৫] পিরোজপুর জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রানা সাহা জানান, দুই জনের হাতেই ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া সজিবের হাতের আঘাত গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

[৬] পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনা শোনার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়