শিরোনাম
◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও)

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেশি দামে চাল বিক্রির অভিযোগে রাজধানীতে এক চাল এজেন্সি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিদপ্তর

মো. আখতারুজ্জামান : [২] বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম রাজধানীর কাওরানবাজার চালের পাইকারি আড়তে এবং আগারগাঁও তালতলা বাজারে অভিযান পরিচালনা করে। শুক্রবারের এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মহানগরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

[৩] এ সময় মাইক দিয়ে করোনায় আতঙ্কিত না হয়ে সাত দিনের বেশি বাজার একসাথে না করার জন্য সম্মানিত ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ব্যবসায়ীদের প্রতি প্রয়োজনের চেয়ে অধিক পণ্য একসাথে বিক্রয় না করারও আহ্বান জানানো হয়। ক্রয়কৃত পণ্যের ক্যাশমেমো সংরক্ষণ করা, ক্রয়মূল্যের সাথে বিক্রয় মূল্য সামঞ্জস্য হওয়া এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।

[৪] ভোক্তা ও ব্যবসায়ীদেরকে জানানো হয়, বাজারে চাল, ডাল, আটা, ময়দা, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।

[৫] এ সময় ক্রয়কৃত মূল্যের ক্যাশমেমোর সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্যপূর্ণ না হওয়া এবং মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে চাল বিক্রি করার অপরাধে কাওরান বাজারের রনি রাইস এজেন্সির সকল প্রকার বিক্রয় কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
[৬] এছাড়া আগারগাঁও তালতলা বাজার এ পেঁয়াজ, আদা, রসুন, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে সুমন ষ্টোর ও হারুন স্টোরকে জরিমানা আরোপ করা হয়

[৭] ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, করোনায় আতঙ্কে মানুষ বেশি কেনাকাটা করছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে পণ্যের দাম বাড়িয়েছে দিয়েছে। এর ধরতে বিশেষ অভিযান করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়