শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে বিদেশ প্রত্যাগতদের বাড়ী বাড়ী গিয়ে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ

ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি :[২] করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজবাড়ী জেলার বিদেশ প্রত্যাগতদের বাড়ী বাড়ী গিয়ে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ। এছাড়াও প্রবাসীদের কাছ থেকে নির্দিষ্ট ফরমে তথ্য সংগ্রহ করার পাশাপাশি কোয়ারেন্টাইনের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে ।

[৩] এ ব্যাপারে রাজবাড়ীর পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম-বার জানান, ‘পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের বাড়ী বাড়ী যেতে জেলার ৫টি থানার পুলিশ সদস্যদের নিয়ে মোট ৭০টি টিম (সদরে ২৯, পাংশায় ১৩, গোয়ালন্দে ১১, বালিয়াকান্দিতে ১০, কালুখালীতে ৭) গঠন করা হয়েছে। প্রতিটি টিমের সদস্য সংখ্যা ২ জন করে। তারা মোটর সাইকেলযোগে বিদেশ প্রত্যাগতদের বাড়ী বাড়ী গিয়ে নির্দিষ্ট ফরমে তাদের তথ্য সংগ্রহ পূবর্ক হোম কোয়ারেন্টাইনের স্টিকার লাগিয়ে দেয়া হবে।

[৪] শুক্রবার (২০শে মার্চ) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ এ ব্যাপারে সর্বোচ্চ সক্রিয় থাকবে। যারা এ নির্দেশনা মানবে না তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

[৫] উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এ পর্যন্ত রাজবাড়ী জেলায় মোট ১ হাজার ৭৮৭ জন প্রবাসী ফিরে এসেছেন। তাদের মধ্যে বর্তমানে ১০৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া ৬ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ (১৪ দিন) শেষ হয়েছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়