শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালালে আসা যাওয়া করছে ২৫ ফ্লাইট, যাত্রী কমেছে অর্ধেকেরও বেশি, জানিয়েছেন তৌহিদ উল আহসান

লাইজুল ইসলাম: [২] তিন মাস আগেও দিনে ৬৫ টি ফ্লাইট আসতো ও যেতো। এতে লোক হতো প্রায় ২৫-৩০ হাজার। এদের সামল দিতে সারা দিন ব্যস্ত থাকতেন শাহজালালে কর্মরত কর্মকর্তা-কর্মচারিরা। নিরাপত্তাকর্মীদের কাজ ছিলো আরো গুরুত্বপূর্ণ।

[৩] দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে এএইচএম তৌহিদ উল আহসান বলেন, বিমানবন্দরের কর্মচাঞ্চল্য নেই বললেই চলে। যে বিমানে যাত্রী আসা বা যাওয়ার কথা ২০০ সেখানে যাত্রী হচ্ছে ৫০-৮০ বা ৯০। এমন অবস্থায় কর্মব্যস্ততা কমে যাওয়া স্বাভাবিক।

[৪] শাহজালালের পরিচালক তৌহিদ বলেন, করোনার প্রভাবে বেশির ভাগ দেশের উড়োজাহাজ চলাচল বন্ধ আছে। অনেকে সংস্থা আবার বন্ধ করে রেখেছেন। এতে যাত্রী চলাচল কমেছে। বৃহস্পতিবার শাহজালালে এসেছে ২৫টি ফ্লাইট।

[৫] শাহজালালের পরিচালক বলেন, লন্ডন, ম্যানচেস্টার, দুবাই, ইস্তাম্বুল, দোহা, জেদ্দা, রিয়াদ, মালয়শিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক, শ্রিলংকা, ইন্ডিয়া, নেপাল এগুলো সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। এগুলোর বেশির ভাগই বন্ধ।

[৬] তৌহিদ উল আহসান আরো বলেন, রাত ১২টার পর থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্লইট এসেছে ৫টি। সাধারণ সময়ে দুপুর ২টা অবদি চলাচল করে ২০-২৫টা ফ্লাইট। এতে লোকও আসতো অনেক। আগের তুলনায় লোক সংখ্যা কমেছে অর্ধেকের বেশি। যা হিসেবের বাইরে।

[৭] আহসান বলেন, এখন যে পরিস্থিতি তাতে সামনের দিনগুলোতে ফ্লাইটের সংখ্যা আরো কমে আসবে। এতে বিপুল ক্ষতির মুখে পরবে বিমান সংস্থাগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়