শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিজিটাল পদ্ধতিতে সব ধরনের নাগরিক সেবা দিবে আইসিটি বিভাগ, জানালেন পলক

এস. ইসলাম জয়: [২] শুক্রবার বিকেল ৩ টায় করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করে কিভাবে দৈনন্দিন কার্যক্রম সচল রাখা যায় সে বিষয় নিজ বাস ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

[৩] তিনি বলেন, ৩১ মার্চের মধ্যে যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয় তবে আমরা শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রমে সংযুক্ত করবো,যাতে করে তারা বাসায় বসে শিক্ষা গ্রহণ করতে পারে। অনলাইন শিক্ষায় সম্পৃক্ত করে শিক্ষাকে সহজ করা হবে। শিক্ষার্থীরা টেকনোলজি ব্যবহার করে বিনোদনের মাধ্যমে যাতে সময় কাটাতে পারে সে ব্যবস্থা করছি।

[৪] খারাপ পরিস্থিতিতে সারা দেশে ফুড সাপ্লাই,স্বাস্থ্য সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দেওয়ার জন্য সহজ,পাঠাও,উবারসহ বেশ কিছু লজিস্টিক সাপোর্টাদের সাথে ভিডিও কনফারেন্সের মধ্যমে কথা বলেন তিনি।

[৫] সাংবাদিকদের প্রশ্নে জবাবে প্রতিমন্ত্রী বলেন,করোনা সম্পর্কে গুজব ছড়ালে ডিজিটাল আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বেশ কয়েক জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

[৬] সাধারণ জনগণ যাতে আতঙ্কিত না হয় সেজন্য সরকার কাজ করছে। দূর্যোগপূর্ন সময়ে এটুআই প্রকল্পের ‘এক শপ’ তাদের লজিস্টিক সার্পোট নিয়ে সারা দেশে পণ্য সরবরাহ করবে।

[৭] করোনা পরিস্থিতি নিয়ে দেশে এই প্রথম আইসিটি বিভাগ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেস ব্রিফিং করে। গণমাধ্যমকর্মীরা প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান সরকারের সব দপ্তর যাতে উদ্ভূত পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেস ব্রিফিং করে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়