গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম): [২] চট্টগ্রাম পটিয়া পৌরসভায় করোনা ভাইরাস কে কাজে লাগিয়ে এক ধরনের অসাধু ব্যবসায়ী কম দামের মাস্ক অতিরিক্ত দামে ক্রেতাদের কাছে বিক্রয় করছে এ সংবাদ পেয়ে কয়েকটি দোকানে অবিযান চালায়। স্টেশন রোড সংলগ্ন তৈয়বিয়া মার্কেটের অাম্মুজান গার্মেন্টসকে ২০ টাকা দামের মাস্ক ৮০টাকায় বিক্রি করার দায়ে ভোক্তা আইনে ৫০০০ টাকা জরিমানা করেন।
[৩] বৃহস্পতিবার সন্ধা ৬টার সময় পটিয়া উপজেলা ম্যাজিস্ট্রেট(ভূমি) মোঃ এনামুল হাছান পটিয়ার মানুষদেরকে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে করোনা ভাইরাস বিষয়ক লিপলেট বিতরন করেন।
ম্যাজিস্ট্রেট (ভূমি) এনামুল হাছান বিক্রেতাদের বলেন, সব মানুষ আতংকের মধ্যে আছে করোনা ভাইরাস কে কাজে লাগিয়ে আপনারা অতিরিক্ত দামে মাস্ক বিক্রয় করছেন তা সম্পূর্ন অমানবিক। স্বল্প লাভ করে সবাইকে মাস্ক কেনার সুযোগ করে দেওয়ার জন্য তিনি তাদের পরামর্শ দেন। তিনি আরো বলেন করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সবাই যদি সচেতন হয় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই ভাইরাস থেকে রক্ষা পাব।