শিরোনাম
◈ ভোটের আগে রাজনৈতিক জোট গঠন ঘিরে নানা সমীকরণ ◈ সরকার অনুগত সৈন্যরা ঠেকিয়ে দিয়েছে আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থান চেষ্টা ◈ নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে ডিআইজি আবু সুফিয়ান তদন্তের মুখে, পদ থেকে সরিয়ে সদর দপ্তরে স্থাপন ◈ নতুন নেশাসিরাপের সয়লাব: নির্বাচনের ব্যস্ততায় বড় চালান ঢোকানোর টার্গেটে ভারতীয় মাদককারবারিরা ◈ খালেদা জিয়ার সিটিস্ক্যান ও ই‌সি‌জি রি‌পো‌র্ট প‌জে‌টিভ, স্বজন‌দের স‌ঙ্গে কথা বলার চেষ্টা কর‌ছেন ◈ ২০০৬ সা‌লের পর নিজের মা‌ঠেই ‌সেল্টা ভি‌গোর কা‌ছে হার‌লো রিয়াল মা‌দ্রিদ‌  ◈ ‌রিয়াল মা‌দ্রিদে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবা‌প্পের সাম‌নে ◈ ভরিতে ১,০৫০ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর আজ থেকে ◈ কোটিপতির সংখ্যা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক ◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের কালিয়াকৈরে গৃহবধূ খুন

ফজলুল হক, কালিয়াকৈর প্রতিনিধি: [২] এই গৃহবধূ পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার উত্তর বাদুরা গ্রামের মালেক ফরাজীর মেয়ে রেহেনা বেগম(২৩)। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার জাহিদের বাসার ভাড়াটিয়া।

[৩] ঘাতক স্বামী হলেন, বগুড়া জেলার পাথরকাটা থানার চরদোয়ানী গ্রামের আবুল কালামের ছেলে রাজু আহমেদ।

[৪] পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কাজ শেষে বাসায় আসার পর তার স্বামী রাজুকে মাদকাসক্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের মাঝে ঝগড়া হয়। পরে স্বামী, শ্বশুর ও শ্বাশুরী রেহেনাকে বেধম মারপিট করে। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পরলে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] এ ঘটনায় নিহতের স্বামী রাজু ,শ্বশুর আবুল কালাম ও শ্বাশুরী হ্যাপি বেগম পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতের পিতা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

[৬] মেয়ের বাবা আ.মালেক ফরাজী জানান, আমার মেয়েকে র্নিমম ভাবে হত্যা করেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।

[৭] গাজীপুরের সহকারি পুলিশ সুপার মো.আল মামুন জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানার মেয়ের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের পরে জানা যাবে হত্যা না আত্মহত্যা। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়