শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের কালিয়াকৈরে গৃহবধূ খুন

ফজলুল হক, কালিয়াকৈর প্রতিনিধি: [২] এই গৃহবধূ পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার উত্তর বাদুরা গ্রামের মালেক ফরাজীর মেয়ে রেহেনা বেগম(২৩)। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার জাহিদের বাসার ভাড়াটিয়া।

[৩] ঘাতক স্বামী হলেন, বগুড়া জেলার পাথরকাটা থানার চরদোয়ানী গ্রামের আবুল কালামের ছেলে রাজু আহমেদ।

[৪] পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কাজ শেষে বাসায় আসার পর তার স্বামী রাজুকে মাদকাসক্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের মাঝে ঝগড়া হয়। পরে স্বামী, শ্বশুর ও শ্বাশুরী রেহেনাকে বেধম মারপিট করে। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পরলে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] এ ঘটনায় নিহতের স্বামী রাজু ,শ্বশুর আবুল কালাম ও শ্বাশুরী হ্যাপি বেগম পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতের পিতা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

[৬] মেয়ের বাবা আ.মালেক ফরাজী জানান, আমার মেয়েকে র্নিমম ভাবে হত্যা করেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।

[৭] গাজীপুরের সহকারি পুলিশ সুপার মো.আল মামুন জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানার মেয়ের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের পরে জানা যাবে হত্যা না আত্মহত্যা। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়