শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ঠেকাতে বাড়িতে একসঙ্গে ৬ মাসের খাদ্যশস্য মজুদ রাখার সুযোগ দিচ্ছে ভারত

সাইফুর রহমান : [২] বুধবার দেশটির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেন, করোনাভাইরাস পরিস্থিতির দিন দিন অবনতি হওয়ায় দেশজুড়ে ৭৫ কোটি রেশনভোগীকে আগামি ৬ মাসের জন্য একসঙ্গে রেশন উত্তোলনের সুযোগ দেয়া হবে। ইকোনমিক টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

[২] যদিও তারা সাধারণত একসঙ্গে সর্বোচ্চ ২ মাসের রেশন তোলার সুযোগ পেয়ে থাকেন। পাঞ্জাব সরকার উতোমধ্যেই খাদ্যমন্ত্রীর নির্দেশমতো ৬ মাসের রেশন সরবরাহ করতে শুরু করেছে।

[৩] রাষ্ট্রীয় সংবাদসংস্থা পিটিআইকে তিনি জানান, রাষ্ট্রের গুদাম গুলোতে পর্যাপ্ত খাদ্যশষ্য মজুদ রয়েছে, এবং এনিয়ে রাজ্য সরকারগুলোকে ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।

[৪] খাদ্যমন্ত্রী আরও জানান, সরকারি গুদামগুলোতে আপাতত ২৭২.১৯ লক্ষ টন চাল এবং ১৬২.৭৯ লক্ষ গম মিলিয়ে মোট ৪৩৫ লক্ষ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। তিনি বলেন, আগামি এপ্রিল পর্যন্ত রেশন বন্টনের জন্য প্রয়োজন ১৩৫ লক্ষ টন চাল আর ৭৪.২ লক্ষ টন গম। এছাড়া সরবরাহও রয়েছে পর্যাপ্ত পরিমানে।

[৫] উল্লেখ্য, ভারতের জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী দেশটির প্রায় ৫০ হাজার রেশন দোকানে কেজিপ্রতি ৩ রুপি দরে চাল, ২ রুপিতে গম এবং ১ রুপিতে শস্যদানা দেয়া হয়। সুবিশাল এই প্রকল্পে দেশটির মোট বার্ষিক খরচের পরিমাণ প্রায় ১.৪ লক্ষ কোটি রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়