শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আম পাতায় মধু দিনভর গুজবে দিন পার করলো কুমিল্লাবাসী

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধিঃ [২] রাতে উল্কা পিণ্ড আঘাত হানবে পৃথিবীতে , দিনে সূর্যের চারদিকে বলয় দেখা মিলিয়ে দিনভর গুজব রটেছিলো কুমিল্লাজুড়ে। প্রকৃতির এমন বিরুপতায় পৃথিবী ধ্বংস হবে এমন গুজবে দিন পার করলো কুমিল্লাবাসী। সোশাল মিডিয়া ফেসবুকে এমন গুজবে সরব ছিলো।

[৩] কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার ইমন জানান, রাতে ফেসবুকে দেখেছি আমগাছের পাতা বেয়ে মধু পড়ছে। পরে আমি আমাদের উঠনের আম গাছে দেখলাম পাতা বেয়ে আঠালো রস পড়ছে। মিষ্টির মত স্বাদ।

[৪] একই কথা বললেন নগরীর রেইসকোর্স এলাকার সাজ্জাদ। চর্থার জসিম, ফারুক। তারা সবাই জানালেন অনেকেই করোনার স্বপ্ন প্রদত্ত অলৌকিক ঔষুধ মনে করে জিহ্বা দিয়ে আমপাতা চেটে খেয়েছেন।

[৫] তবে এ বিষয়টি অলৌকিক নয়,আবার স্বাভাবিক মধু নিঃসরণও নয় বলে ব্যাখ্যা দিয়েছেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত।

[৬] তিনি বলেন, আম পাতায় এবং মুকুলে হালকা মিষ্টি একটা লাভা ছড়ায় শুষক নামের একটি পোকা আছে তার থেকে। এই পোকার আক্রমণ হয় শীতের পরে যখন গরম পরতে শুরু করে ঠিক সে সময়ে। সকল ফুলেই মধু থাকে এটা সবাই জানেন। তবে এমন পোকার আক্রমন আমের ফলন ক্ষতিকর।

[৭] একই কথা বললেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেহেরুন্নেচ্ছা , আম পাতায় এবং মুকুলে হালকা মিষ্টি একটা লাভা ছড়ায় শুষক নামের একটি পোকা। এগুলো নিয়ে হৈচৈ করার কিছুই নেই।

[৮] শুধু আমপাতায় মধু নয়, গতকাল রাত থেকে উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত আনবে, বৃহস্পতিবার বেলা ১২ থেকে সূর্যের মধ্য বলয় সৃষ্টি হওয়ায় পৃথিবী ধ্বংসের গুজবটি আরও জোরালো হয়। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়