ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] এ পর্যন্ত রাজবাড়ী জেলায় ৯০জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেথেছে রাজবাড়ী স্বাস্থ বিভাগ। রাজবাড়ীর সিভিল সার্জন ডা: মো. নূরুল ইসলাম বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
[৩] তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার পর্যন্ত রাজবাড়ী জেলায় এ পর্যন্ত ৯০জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ বিভাগের কর্মকর্তারা তাদের সার্বক্ষনিক দেখাশোনা করছে।
[৪] উল্লেখ্য- রাজবাড়ী সদর উপজেলায় ৮.বালিয়াকান্দিতে ৪৯, গোয়ালন্দে ৭, কালুখালীতে১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
[৫] এছাড়াও কালুখালীতে হোম কোয়ারেন্টাইনে না থাকায় কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সৌদী ফেরত বশির নামক এক প্রবাসীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: নুরুল ইসলাম। সম্পাদনা : রাকিবুল