শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের প্রভাবে ভারতের ৮৫টি রুটে ট্রেন চলাচল বাতিল

সাইফুর রহমান : [২] ভারতে প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় খুব প্রয়োজন ছাড়া ট্রেন ভ্রমণে নিরুৎসাহিত করছে মোদী সরকার। এর আগে অনানুষ্ঠানিকভাবে কয়েকটি রুটে ট্রেনের শিডিউল বাতিল হলেও এবার রীতিমতো ঘোষণা দিয়েই ৮৫টি রুটে ট্রেন চলাচল বাতিল করা হলো। এনডিটিভি, ফার্স্টপোষ্ট, নিউজ১৮
[৩] বাতিলের তালিকায় মেল ট্রেনের পাশাপাশি রয়েছে রাজধানী এক্সপ্রেসও। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রী কমে যাওয়ায় বিভিন্ন রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বাতিল করতে বাধ্য হয়েছে তারা।
[৪] মুম্বাই এবং নয়া দিল্লির মধ্যে রেল যোগযোগ রক্ষাকারী ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের চলাচল আপাতত দু’দিক থেকেই বন্ধ রাখা হয়েছে। আপে ২০, ২৩, ২৭ এবং ৩০ মার্চ এবং ডাউনে ২১, ২৪, ২৬ এবং ৩১ মার্চ চলাচলের কথা ছিল ট্রেনটির। এছাড়া, লোকমান্য তিলক টার্মিনাস- নিজামাবাদ এক্সপ্রেসের দু'দিকে চলাচল আগামী ২১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত বাতিল করার ঘোষণা দেয়া হয়েছে।
[৫] পাশাপাশি কলকাতা এবং মুম্বাই রুটে চলাচল করা হাওড়া-মুম্বাই দুরন্ত এক্সপ্রেস আগামী ২৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল করা হয়েছে এলটিটি-মানামাদ এক্সপ্রেস, মুম্বাই-পুণে প্রগতি এক্সপ্রেস, মুম্বাই-পুণে ডেকান এক্সপ্রেস, এলটিটি-আজনি এক্সপ্রেস এবং মুম্বাই-নাগপুর নন্দীগ্রাম এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি রুটের ট্রেন চলাচল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়