মুসবা তিন্নি : [২]করোনাভাইরাসের কারণে অনেক বলি তারকারা নিজেদের ঘর বন্দী করে রেখেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন সোনম কাপুর। এই নায়িকা বিশ্ব সংকটে পরিবারের সঙ্গে থাকতে স্বামী আনন্দ আহুজারের সঙ্গে লন্ডন থেকে মুম্বাই ফিরেছেন।
[৩]সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক পরে একটি ভিডিও শেয়ার করেছেন সোনম। সেই ভিডিওতে সোনম-আনন্দকে বিমানে বসে থাকতে দেখা যায়। আর দেশে ফিরে অবশ্য ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে সোনম ও আনন্দকে।
[৪]আর কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে সোনম বলেন, করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্বে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, সেখানে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকা দরকার। নিজের জন্য, স্বজনদের জন্য এবং দেশের জন্য এতটুকু আমাদের করতেই হবে।
সূত্র : সংবাদ প্রতিদিন