কূটনৈতিক প্রতিবেদক : [২] দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা থাকায় এ সংক্রান্ত তথ্য প্রদান করা যাচ্ছেনা।
[৩] করোনাভাইরাসের প্রতিদিনের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
[৪] ভালিয়েন্তে বাংলা’র বাংলাদেশি মানবাধিকার সংস্থার সভাপতি মো. ফজলে এলাহি বার্তাটুয়েন্টিফোরকে বলেন, মাদ্রিদে যে ১৫ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি ৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ ৫ জনের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
[৫] যারা আক্রান্ত হয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমরাও তাদের যথাযথ সহযোগিতা করার চেষ্টা করছি।