শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রয়োজন না হলে শপিংমলসহ জনসমাবেশে যেতে নিষেধ করলেন সেব্রিনা ফ্লোরা

শাহীন খন্দকার : [২] রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিউটিট আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা জানালেন করোনা কোভিড-১৯ সামনে চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সচেতনতা বৃদ্ধি করেছি। দেশের প্রতিটি হাসপাতালে কভিড-১৯ আক্রান্ত ব্যক্তি চিকিৎসার জন্য গেলে যাতে চিকিৎসা পায় সেই লক্ষ্যে কাজ করছি।

[৩] তিনি বলেন, প্রবাসী যারা দেশে এসেছেন তারা নিজেদের তথ্য গোপন করছেন এবং ঠিকানা সঠিক দিচ্ছেন না। তারা যেনো নিজেদের তথ্য গোপন না করার অনুরোধ জানিয়ে বলেন, এই মুহুর্তে জনগণের সহযোগিতা চাইলেন। রাজধানীর কয়েকটি হাসপাতাল করোনা কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় শিশু হাসপাতাল, সরোয়ার্দী হাসপাতালের সিদ্ধান্তর সংবাদ মিডিয়ার মাধ্যমে জানতে পেরেই স্বাস্থ্য অধিদপ্তর আইইডিসিআর চিকিৎসকদের উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে বলে জানালেন পরিচালক।

[৪] প্রশ্নের জবাবে জানান বিশ্ব স্বাস্থ্য শর্তক করার পূর্বে আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত কিড রয়েছে, আরো আসছে সিঙ্গাপুর, চীনসহ কয়েকটি দেশ থেকে। তাই আমাদের সীমাবদ্ধতা থেকেই আমাদের প্রস্তুতি রয়েছে । এসময়ে তিনি বলেন অফিসে ফিঙ্গার প্রিন্ট না নেওয়ার অনুরোধ জানিয়ে কর্পোরেট হাউজসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কার্ডপাঞ্জ করার জন্য বললেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়