দেবদুলাল মুন্না [২] ১৯৬৬সালের ১৭ জুলাই তারিখে লেখা শেখ মুজিবের কারালিপিতে আছে রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি না পড়তে পারারও খেদ। বঙ্গবন্ধু জেলে থাকাকালে রবীন্দ্রনাথের ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা’ এ কবিতা প্রায়ই আবৃত্তি করতেন।
[৩] এ তথ্য জানিয়ে সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যামল চৌধুরী জানান, ১৯৪১ সালে ফরিদপুরে হুমায়ুন কবিরের বাড়িতে কাজী নজরুল ইসলাম বঙ্গবন্ধুকে গান শুনিয়েছিলেন।
[৪] ফরাসি লেখক এমিল জোলার উপন্যাস তেরেসা রেকুইন উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৭-তে। এর শতবর্ষ পরে ১৯৬৬ সালে শেখ মুজিব এ বই পড়েন।এ বইটি তাজউদ্দীন আহমেদ বঙ্গবন্ধুকে গিফট করেছিলেন।
[৫]তিনি জানান, তাজউদ্দীনের ডায়েরিতে রয়েছে একদিন ধানমণ্ডির বাসায় গিয়ে তিনি দেখেন শেখ মুজিব পায়চারি করছেন আর নাজিম হিকমতের ‘জেলখানার চিঠি’ আবৃত্তি করছেন।