দেবদুলাল মুন্না: [২]করোনা আতঙ্ক অনেক দেশেই লক ডাউন পরিস্থিতি তখন নেদারল্যান্ডসের চেহারা এরকম।এরকম একটি ছবি পোস্ট করেছেন একজন। ছবিটি নেদারল্যান্ডসের লকডাউন হওয়ার আগের দিনের ছবি। সময় টিভি
[৩] ডাচেস নিউজে গতকাল বলা হয়, কোন দিন দোকান বন্ধ হয়ে যাবে, সেই ভয়ে লোকে লাইন দিচ্ছে গাঁজার দোকানে।প্রায় ১০০ লোক লম্বা লাইনে দাঁড়িয়ে কিনেছেন।
[৪] ইউরোবার্তায় বলা হয়, নেদারল্যান্ডের চিকিৎসকরা মনে নাকি মনে করেন,গাঁজা সেবনের ফলে করোনায় আক্রান্তের সম্ভাবনা অনেক কম। সেজন্য করোনা থেকে রক্ষা করতে গাঁজা কেনায় ভীড়।
[৫]এর আগে দেখা যায়, ইতালিতে কোয়ারেন্টাইন অবস্থায় কীভাবে কত মানুষ একসঙ্গে গান গাইতে শুরু করেছেন। স্পেনেও একই দৃশ্য ধরা পড়েছে। আর এভাবেই মানুষ সময় কাটাচ্ছে। আর সেই সময়ে নেশার দ্রব্যটিও গুছিয়ে রাখতে চাইছেন সবাই। তাই দোকান বন্ধ হওয়ার আগে গাঁজা কিনে নেয়ার শেষ কাজটি করে রাখতে চাইছেন অনেকেই।