শিমুল মাহমুদ: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাধারণ ছুটি ও করোনাভাইরাস আতঙ্কে পাল্টে গেছে ঢাকার চিরচিনা রুপ। রাজধানীর অধিকাংশ সড়ক ছিল ফাঁকা। দিনভর ছিল না মোড়ে মোড়ে জ্যাম বিড়ন্বনা। যানবাহনের চাপ না থাকায় ট্রাফিক পুলিশকে অনেকটা অলস সময় পার করতে দেখা গেছে। বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীর সংখ্যাও ছিল তুলনামূলক কম। হাতিরঝিলসহ নগরীর দর্শনীয় স্থানগুলোতে ছিল না দর্শনার্থীদের তেমন উপস্থিতি।
[৩] ফার্মগেট এলাকার একজন রিকশা চালকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, অফিস-আদালতের পাশাপাশি স্কুল গুলো বন্ধ করে দেওয়ায় মানুষজন কমে গেছে।এছাড়া করোনা রোগের আতঙ্কে প্রয়োজন ছাড়া পথে নামছেন না নগরবাসী।
[৪] এদিকে যাত্রী না পাওয়ায় নগরীতে গণপরিবহনের সংখ্যাও কমেছে। মিরপুর থেকে সদরঘাট গামী বিহঙ্গ পরিবহনের চালক জাহাঙ্গির রুবেল বলেন, কয়দিন ধরেই যাত্রী কম। মানুষের মুখে শুনছি দেশে করোনা ডুকছে। তারমধ্যে আজকে আবার সরকারী ছুঁটির মধ্যে যাত্রী পাবো কই।
[৫] অপরদিকে, করোনা আতঙ্কে ক্রেতা সংকটে পড়েছে ঢাকার বিপনী বিতানগুলো। অতি প্রয়োজন ছাড়া বিপনীবিতানে যাচ্ছেন না ক্রেতা-দর্শনার্থীরা। ক্রমাগত লোকসানে দোকান ভাড়া দিতে পারছেন না অনেকেই।